December 21, 2024, 8:11 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

বিয়ের ১০ বছর মা হচ্ছেন অভিনেত্রী নেহা

বিনোদন অনলাইন ডেস্ক:-

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নেহা মারদা। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার। ধারাবাহিকটির ‘গহনা’, অর্থাৎ আনন্দীর জেঠতুতো শাশুড়ির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুখবর দেন অভিনেত্রী। এদিন তিনি জানান, শিগগিরই দুই থেকে তিন হতে যাচ্ছেন তারা। স্বামী আয়ুষ্মান আগারওয়ালের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর জানান নেহা।

এদিন অভিনেত্রীকে আঁটোসাটো লাল গাউনে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যায় তাকে। বিপরীতে সাদা-কালো ফর্ম্যাল পোশাকে দেখা যায় তার স্বামীকে। তারা দুজনে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে শরীরে নতুন প্রাণের অনুভূতি নিচ্ছেন।

অভিনেত্রী মা হওয়ার খবর জানিয়ে লেখেন, অবশেষে ঈশ্বর আমার মধ্যে আর্বিভূত হতে যাচ্ছেন। ২০২৩ সালে সন্তান আসছে। আর তার এই মা হওয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারা।

প্রসঙ্গত, ২০১২ সালে ব্যবসায়ী আয়ুষ্মান আগারওয়ালাকে বিয়ে করেন নহো। বিয়ের দশ বছরের মাথায় সন্তানসম্ভবা অভিনেত্রী।

নেহাকে ‘বালিকা বধূ’ ছাড়াও ‘ডোলি আরমানো কি’ ও ‘কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টি’সহ একাধিক ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে এর বাইরে ‘ঝলক দিখলা জা (সিজন ৮)’ এবং ‘খতরোকে খিলাড়ি সিজন ৮’-এরও প্রতিযোগী হিসেবে দেখা গেছে তাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর