January 2, 2025, 6:10 pm

সংবাদ শিরোনাম
বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা ২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর ডিসেম্বর মাসে এলে সর্বোচ্চ রেমিট্যান্স ছাত্র দলের খাবার বিতরন

শিগগিরই প্রধানমন্ত্রীর জাপান সফর অনুষ্ঠিত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:- 

এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে  প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

গত বছরের শেষে অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজের স্থানে দিয়েগো আলনসো দায়িত্ব নেবার পর থেকেই লা সেলেস্তারা দুর্দান্ত ফর্মে রয়েছে।

১৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন তাবারেজকে যখন বরখাস্ত করা হয় তখন উরুগুয়ের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ঝড় আসে। পুরো দলই এলোমেলো হয়ে যায়। যদিও এই সময়ে তাদের মাঠের পারফরমেন্সে এর কোন প্রভাব পড়েনি।

আলনসো এসেই পুরো দলকে নতুন করে গড়ে তুলেন। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বেশ কিছু বাজে পরফরমেন্সের পর ধীরে ধীরে উরুগুয়ে নিজেদের মেলে ধরে। সেই ধারা মেনে আসরে নিজেদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছেন তিনি।

এদিকে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া চাপে থাকা কোচ পাওলো বেনটোর অধীনে খেলতে নামছে। কাতারের প্রস্তুতিতে দলটির মধ্য ঘাটতি ছিল।ইনজুরি সমস্যা কাটিয়ে আজ খেলছেন দলের মূল তারকা সন হিউং মিন। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে মুখে আঘাত লাগায় তার অস্ত্রোপচার করাতে হয়েছে। 

উরুগুয়ে দল: সার্জিও রোচেট, জোসে হিমেনেজ, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসারেস, ম্যাথিয়াস ভেসিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদরিকো ভালভার্দে, ফাকুনদো পেলিস্ত্রি, লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ।

দক্ষিণ কোরিয়া দল: কিম সেঙ্গুয়ু, কিম জিনসু, কিম মিনযাই, কিম মুনহোয়ান, কিম ইয়ুঙ্গুন, জুং উয়ুং, হোয়াং ইনবেওম, সন হিউং মিন, লি জিসাং, না সাঙ্ঘো, হোয়াং উইজো।

Share Button

     এ জাতীয় আরো খবর