জেলা প্রতিনিধি নীলফামারী
নীলফামারীর জেলার ডোমার উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী ওই এলাকার মৃত ছপির উদ্দিনের ছেলে।নিহতের ছেলে সহি কালাম বলেন, আমাদের সাথে কোন ঝামেলা ছিল না। আমার বাবার চাচাতো ভাই বাছিরুল ইসলাম ও প্রতিবেশী হাসিবুল ইসলাম কবিরাজের মধ্যে দীর্ঘ ১০ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে আসছে। আজ বিকালে দুই পক্ষকে নিয়ে বিরোধ সমাধানে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা আলোচনায় বসেন। তাদের গাছ কাটা নিয়ে ঝামেলা মীমাংসা হয়। তারপরও সন্ধ্যায় হাসিবুল কবিরাজ আমার চাচাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার বাবা গালাগালি বন্ধ করতে বললে ৮ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে আমার বাবার ওপর হামলা করে।
আমি বাবাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আমাকেও মারধর করে। এলাকাবাসী এসে আমার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, দুই পক্ষের দীর্ঘদিনের জমির বিরোধ। গাছ কাটা নিয়ে নতুন করে আরও একটি ঝামেলা হয়েছিল।আমি সমাধান করে দিয়েছি। সন্ধ্যায় মারামারিতে ইদ্রিস আলীর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় জানান, গুরুতর আহত অবস্থায় প্রথমে এক রোগী আসে। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে আরেক রোগী আসে। তার অতিরিক্ত শ্বাসকষ্ট হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলার প্রস্তুতি চলছে।