সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পিংনা ইউপি চেয়ারম্যান চিকিৎসক নজরুল ইসলাম, আওনা ইউপি চেয়ারম্যান বেল্লাল হোসেন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন প্রমুখ।