নীলফামারীর ডোমারে দুই সন্তানের জননী প্রেমিকা সুমনা আক্তার(৩০) এর সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছেন মহাবীর নামে একজন র্যাবের এসআই।
বুধবার রাতে উপজেলার আরডিআরএস সংলগ্ন মোজাম্মেল হক ভিলায় এ ঘটনা ঘটে। আটককৃত মহাবীর ডোমার থানার এসআই হিসেবে কর্মরত থাকার পর এখন নায়ারনগঞ্জে র্যাব- ১১তে কর্মরত রয়েছেন বলে আটক মহাবীর জানান। বর্তমানে প্রেমিকা সুমনা আক্তারসহ তাকে ডোমার থানায় নিয়ে আসা হয়েছে। সুমনা আক্তার দেবীগঞ্জ উপজেলার খুটামারা ইউনিয়নের রাজীব হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।