January 15, 2025, 11:11 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগীতা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে
৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান
এমপির পৃষ্ঠপোষকতায় ৩দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে দেশের
বিভিন্ন এলাকা থেকে ১৩ টি দল অংশ নেয়। উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকার ঝিনাই
নদীতে গত বৃহস্পতিবার থেকে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা
থেকে বাহারি রঙ্গের ১৩ টি নৌকা অংশ নেয়। তাদের মধ্যে পঙ্খিরাজ, সোনার তরি, রকেট, হিরার তরি,
বাংলার সম্রাট, নয়ন তারা, সোজন বাদীয়া অন্যতম। প্রতিটি নৌকা প্রায় ৬০-৮০ ফুট লম্বা।
গত ৫০ বছর ধরে এ উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ
প্রতিযোগিতাকে ঘিরে ধনবাড়ি, মধুপুর, গোপালপুর, জামালপুর, মাদারগঞ্জ, ইসলামপুর ও সিরাজগঞ্জের
প্রায় লক্ষাধিক দর্শক নদীর দুইধারে উৎসবে মেতে উঠে। এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে বসে মেলা।
মেলায় শিশুদের জন্য হরেক রকম খেলার সামগ্রী পাওয়া যায়। প্রতি বছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ
প্রতিযোগীতা আয়োজনের দাবী জানান অনেকে। এ প্রতিযোগীতায় বিজয়ী ময়মনসিংহের রকেট
দলকে একটি মোটরসাইকেল ও রানার্সআপ সোনার তরি দলকে একটি ষাঁড় দেওয়া হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, নির্বাহী কর্মকর্তা উপমা
ফারিসা, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মহব্বত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেন, নৌকা বাইচ
প্রতিযোগীতা দেখতে মানুষ অনেক আনন্দ পায়। তাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন
উপলক্ষে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর