সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও স্বেচ্ছাসেবকদের জন্য গেঞ্জি প্রদান করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার ১৯টি পূজা মন্ডপের প্রতিটি মন্ডপের জন্য ৪হাজার টাকা এবং স্বেচ্ছাসেবকদের জন্য ১০টি করে গেঞ্জি পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট প্রদান করেন । এসময উপজেলা হিন্দু বৌদ্ধ্য খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।