January 15, 2025, 3:19 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজিরপুরে শিশুকে একাধিকবার ধর্ষণ, ঘটনা ধামাচাপা দিতে মরিয়া ইউপি সদস্য বাচ্চু

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরে এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন
দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে
মরিয়া হয়ে উঠেছে ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও পরিবার সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী ২নং ওয়ার্ডের মৃত অহেদ
আলী সরদারের ছেলে মুদি দোকানদার প্রভাবশালী লম্পট আহম্মদ আলী সরদার ওই গ্রামের নূরানী মাদ্রাসায়
প্রথম জামাতের ছাত্রী(১২)কে চকলেট ও পাওয়ারুটি দেয় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের
পাশ্ববর্তী ছাগল পালনের ঘরে নিয়ে একমাস ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ৬ বার ধর্ষণ
করেছে বলে অভিযোগ করেছে ওই ছাত্রী। ঘটনার পর থেকে ধর্ষক পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী পরিবার আরো
জানান বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদারের কাছে বিচার দেন। এরপর ইউপি সদস্য ঘটনা
ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন এবং ধর্ষক আহম্মদকে
কিছু দিনের জন্য বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। এদিকে শিশুর পরিবার লোকলজ্জা এবং ওই প্রভাবশালীদের
ভয়ে বাড়ি ছেগে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বড় বোন জানান তারা গরীব অসহায় হওয়ায় মামলা করতে সাহস
পাচ্ছেনা। এমনকি মেম্বারের কাছে বিষয়টি জানালেও কোন বিচার পাইনি তারা। ছাত্রী জানান ছাগলের ঘরে
নিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে মুদি দোকানদার আহম্মদ সরদার। এছাড়াও বিষয়টি
কাউকে জানালে ওই ছাত্রীকে হত্যার হুমকি দেয়। স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন লম্পট আহম্মদ
একাধিক নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত রয়েছে। এছাড়া ইউপি সদস্য বাচ্চু ঘটনা ধামাচাপা দেয়ার
চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান বিষয়টি
আমাদেরকে কেউ অবহিত করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই লম্পটের
দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি
কামনা করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর