মৌলভীবাজার প্রতিনিধি:-
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের
আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা রহমান। সম্প্রীতি সমাবেশে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বর্ণালী দাশ, অফিাসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক।
নেছার আহমদ এমপি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের
মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম,
এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নাই। ইসলামসহ অন্যান্য ধর্ম অপর ধর্মের প্রতি সব সময়
সম্মান দিতে শিখিয়েছে।
একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথ এগিয়ে নিতে হলে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো
সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। সাম্প্রদায়িক
সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহব্বান
জানান।’
সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক,
মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।