January 14, 2025, 5:24 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিপক্ষ কে ফাঁসাতে নিজের বাবাকেই হত্যা করলো ছেলে

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার চাঞ্চল্যকর বাদশা হত্যার মূল রহস্য উদঘাটন
করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যার বাদি জাহিদুল ইসলাম
প্রতিপক্ষকে ফাঁসাতে তার বাবাকে হত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার
এআরএম আলিফ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। গাইবান্ধার সাদুল্লাপুর
উপজেলার বৈষ্ণব দাস গ্রামের জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা
সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ ৫
প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন জাহিদুল। সে সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার হুমকি
প্রদানেরও অভিযোগ করেন। ২০১৮ সালেন ৪ মে সকালে বাদি জাহিদুল ইসলামের বাবা মো.
সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে
এই ঘটনার সঙ্গে ওই ৫ প্রতিবেশী নয়, তার নিজের ছেলে জাহিদুল ও একই এলাকার জামাত
আলী, আব্দুল মান্নাফ, আব্দুল আজিজ জড়িত।
পিবিআই’র জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই ৪ আসামি
সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে
তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামিরা চলে গেলেও পর দিন কৌতূহলবশতঃ বাঁশ
ঝাড়ে ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এসময় স্থানীয় এক ব্যাক্তি তাদের দেখে
ফেললে তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু
হয়।
এরপর নিহতের ছেলে জাহিদুল বাদি হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করে। সংবাদ
সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও অন্য খুনি আব্দুর আজিজকে
সাংবাদিকদের সামনে আনা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর