January 14, 2025, 4:06 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মামুন উর রশিদ রাসেল জেলা প্রতিনিধি নীলফামারী:

নীলফামারী জেলার ডোমারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতি, ভোলায় ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডোমারে রেজাউল ইসলাম কালুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশীদ এমপি যুগ্ন মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। প্রধান অতিথির বক্তব্য হারুন অর রশিদ এমপি বলেন,দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারো দালালি করতে নয়। কারো তাবেদারী করতে এ দেশ স্বাধীন করা হয় নাই।প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন অর রশিদ আরো বলেন, সরকার বড় বড় কথা বলে দেশকে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেছিলো। ব্যপক দূর্নিতি ও অর্থ পাচারের কারণে দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরো অবনতি হবে। তাই দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।তিনি বলেন, সরকার উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে। এ উন্নয়নে দেশের কোন উন্নতি না হলেও আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে।তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইউরোপ আমেরিকায় বাড়ি করেছে।শত শত একর জমি তাদের নেতাকর্মীরা দখল করেছে।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল খালেক সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,সহ আ খ ম আলমগীর সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখা, জহুরুল আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখা, আনিছুর রহমান আনু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রদান ইউসুফ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ উপস্থিত হয় সমাবেশ স্থলে। সমাবেশ শেষে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মামুন উর রশিদ রাসেল
Share Button

     এ জাতীয় আরো খবর