আমজাদ হোসেস,পার্বতীপুর।
পার্বতীপুর পৌরসভার বিশেষ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের কাজ ২৭ বছর হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে সৃষ্ট বিরোধের কারণে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত। ১৯৯৩ বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে ১৯৯৬ সালে প্রকল্পের বাস্তবায়নে কাজ শেষ হয় । ইতিপূর্বে পৌরসভার পুরাতন বাজার,আমীরগঞ্জ, গুলশাননগর, ধুপিপাড়া, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৫ টি গভীর নলকূপ বসানো ছাড়াও নতুনভাবে আরও উপজেলা পরিষদ, আমেরিকা ক্যাম্প,বৃত্তিপাড়া এলাকা ৩ টিসহ নলকূপের সংখ্যা ৮টি স্হাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভার সৃষ্ট বিরোধের কারণে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো : নাজিম উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করলে জানান , পৌরসভাকে লিখিতভাবে বার বার তাগিদ দেয়া সত্ত্বেও পৌর মেয়র এ পর্যন্ত দায়িত্ব বুঝে নিচ্ছে না। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে প্রকল্পটি চালুর অপেক্ষায় থেকে এর বিভিন্ন অবকাঠামো ও মাটির নিচে যন্ত্রপাতি নষ্ট হতে শুরু করেছে । অপরদিকে সাবেক পৌর মেয়র এ , জেড এম মেনহাজুলের সঙ্গে যোগাযোগ করলে জানান , জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সঠিকভাবে পৌরসভার কাছে হস্তান্তর করলে তা বুঝিয়া নেয়া হত। বর্তমান পৌর প্রশাসক উপজেল নির্বাহী অফিসার মো : ইসমাইল সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আমি নতুনভাবে পৌর প্রশাসকের দায়িত্ব পেয়েছি তবে এ বিষয়ে আমি খতিয়ে দেখব । বর্তমানে দুই দপ্তরের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে ৭০ হাজার পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।