January 15, 2025, 8:42 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে বন্যায় কৃষিতে ২০ হাজার কোটি টাকা ক্ষতি

সিলেটে বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ২ লাখের বেশি কৃষক। মৌসুমের শুরুতেই তলিয়ে যায় বোরো ফসল। তারপর আউশ ও সবজি ক্ষেত। বানের পানিতে ভেসে গেছে ঘরে রাখা ধানও। কৃষি বিভাগের হিসাবে, বন্যায় পুরো জেলায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার চককোনা গ্রামের প্রান্তিক চাষী আব্দুল মালিক। ২৫ বিঘা জমিতে তিনি লাগিয়েছিলেন ধান। এই ফসল থেকে সারাবছর পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার আশা ছিল তার। সে আশা এখন পরিণত হয়ে হতাশায়।

বসন্তরা গ্রামের কৃষক মখলিছ মিয়া জানান, ২ একর ৭০ শত জমিতে লাগানো ঝিঙ্গা, করলা, তরী, চিচিঙ্গা সহ সব ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে তার ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ক্ষতি কি ভাবে কাটিয়ে উঠবেন তা ভেবে পাচ্ছেন না।

কুমারগাঁওয়ের সবজি চাষী আব্দুল আহাদ জানান, এবারের বন্যায় তার এক একর সবজি ক্ষেতের পুরোটাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আব্দুল মালিক, আব্দুল আহাদের মত জেলার দুই লাখ কৃষক কষ্টের ফসল হারিয়ে এখন পুরো নিঃস্ব। তাদের অভিযোগ, এই দুঃসময়ে তাদের পাশে নেই কেউ। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ নেয়ার কথা জানিয়ে কৃষি বিভাগ বলছে, সামনের আমন মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

কৃষি বিভাগের হিসাবে, জেলায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ভেসে গেছে। সবজি নষ্ট হয়েছে তিন হাজার হেক্টর। সবমিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি।

Share Button

     এ জাতীয় আরো খবর