পটুয়াখালী প্রতিনিধি:
বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারন সম্পাদক ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাল মোল্লা, যুগ্ম সধারন সম্পাদক জাকির মহমুদ সেলিম, মশিউর রহমান রেজা, নাসির মোল্লা, পটুয়াখালী সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান টিপু, সহ-সভাপতি জালাল হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আলম শাহিন গাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক স্বপন, জেলা কৃষক পার্টির সভাপতি আব্দুস ছালাম প্যাদা, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি কামরুল ইসলাম কামির, সাধারন সম্পাদক অলিউল ইসলাম বশির ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক সৈয়দ সালাউদ্দিন বাবু, গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বক্তব্যে বলেন, এভাবে নিত্যপণ্যের দাম বাড়লে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আর পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। দেশের মানুষ এমন গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না।
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী