দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রাশিয়ার মুহুর্মুহু বোমা হামলায় শহরটির একটি বিশাল মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় এক দমকলকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। খারকিভের মেরেফা এলাকার একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রেও এদিন রুশ বাহিনীর গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে গোলা বর্ষণে রাজধানী কিয়েভের আকাশও ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এর একদিন আগেই মারিউপোলের থিয়েটার হলে বোমা হামলা চালায় রুশ বাহিনী। এমনকি রুশ হামলায় এখন পর্যন্ত শহরটির ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংসসহ অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে নগর কর্তৃপক্ষ। তবে বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়ে মস্কো বলছে, কিয়েভের এমন অভিযোগের কোনো সত্যতা নেই। মারিউপোলে কোনো বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া হামলা চালায়নি। এদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে রাশিয়া সহস্রাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ মার্চ) এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
এর মধ্যেই আবারও পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় এ আহ্বানে সাড়া দিতে নারাজ পশ্চিমা সামরিক জোট ন্যাটো।