January 16, 2025, 5:57 pm

ইউক্রেনের খারসন শহর দখল রুশ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বাহিনী ইউক্রেনের খারসন নগরীর দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে মস্কো কিয়েভের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এই প্রথম দেশটির কোন শহরের পতন ঘটলো। স্থানীয় কর্মকর্তার একথা নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

বুধবার রাতে আঞ্চলিক প্রশাসনের প্রধান গেনাডি লাকহুতা বার্তা সার্ভিস টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার দখলদাররা এ নগরীর পুরো অংশের দখল নিয়েছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক।’

রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের কাছের এ বন্দর নগরী দখল করে। এ নগরীর জনসংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার। দেশের অন্য শহরগুলোতেও রুশ সেনারা হামলা চালানো অব্যাহত রেখেছে।
নগরীর মেয়র ভাদিম বইচেনকো জানান, ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর বারদিয়ানস্ক রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে দখল করেছে।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভেও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে চালানো হামলাকে ১৯৯০’র দশকের সারাজেভোতে ঘটা বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের সাথে তুলনা করা হয়।দেশটিতে কয়েকদিনের তুমুল লড়াইয়ে শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।

এদিকে রাশিয়ার অর্থনীতি দুর্বল করে ফেলার লক্ষ্যে পশ্চিমা বিশ্ব একের পর এক মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সূত্র: বাসস

Share Button

     এ জাতীয় আরো খবর