January 16, 2025, 5:55 pm

বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ঘটনা।
আটককৃত মুরগী

নিরাপত্তা হুমকিতে মুরগী আটক

আন্তর্জাতিক ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

রীতিমতো হইচই পড়ে গেছে বিষয়টি নিয়ে। এ ঘটনার তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এটি বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ঘটনা।

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভেতরে প্রবেশ করার কারণে মুরগিটিকে আটক করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হঠাৎই একটি মুরগি প্রবেশ করে।

দেশটির রাজধানীর স্থানীয় একটি প্রাণী কল্যাণ সংস্থা ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, এ সপ্তাহে পেন্টাগনের নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে একটি মুরগি ধরা হয়েছে। মুরগীটিকে কোথায় ও কখন ধরা হয়েছে সে বিষয়ে কিছু না জানাতে বলা হয়েছে বলৌ তারা জানিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের এলাকায় মুরগিটিকে দেখে সেটি এক কর্মকর্তার হেফাজতে রাখা হয়। ‘হেনিপেনি’ নামে মুরগীরটির একটি নামও রাখা হয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর