January 16, 2025, 10:59 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

ভারতে তেলের দাম বেশি \ মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা সক্রিয় চোরাকারবারীরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে। এরই সূত্র ধরে বাংলাদেশে গত বুধবার রাত ১২টা থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে দাম বাড়া সত্তে¡ও উৎপাদন শুল্ক কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম ৫ ও ১০ রুপি করে কমিয়েছে ভারত সরকার। ভারত কমানোর পরও তেলের দাম বাংলাদেশের তুলনায় ৪৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। যে কারণে বাংলাদেশ ও ভারত সীমান্তে সক্রিয় রয়েছে দু’পাড়ের চোরাকারবারীরা। এরই ধরাবাহিকতায়
ৎচুনারুঘাট ও মাধবপুর সীমান্তেও তেল চোরাকারবারীরা সক্রিয় রয়েছে বলে জানা গেছে। যদিও অবৈধ পথে পাচার বন্ধে তৎপর রয়েছে বিজিবি। জানা যায়, গত ৩ নভেম্বর কোলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় ১০১ দশমিক ১৫ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২৪ টাকা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি দামের পার্থক্য দাঁড়ায় ৫৯ টাকা। আর এতেই দেশ থেকে তেল পাচারের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বাড়ানো হয় ডিজেলের দাম। শুধু বর্তমানেই দাম বেশি নয়, ২০১৩ সালে দেশে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার ৬৮ টাকা। পরে ২০১৬ সালে ৩ টাকা কমিয়ে লিটার প্রতি ৬৫ টাকা দাম পুন:নির্ধারণ করে বিপিসি। এরপর গত সাড়ে ৫ বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য ছিল অপরিবর্তিত। অথচ তখনও ভারতে প্রতি লিটার বিক্রি হয়েছে ৫৪.১৭ রুপি অর্থাৎ ৬২.৫৮ টাকায়। গত সাড়ে পাঁচ বছরে প্রায় প্রতিদিনই ভারতে সমন্বয় করা হয় ডিজেলের দাম। সবশেষে চলতি নভেম্বরের তিন তারিখে কোলকাতায় ডিজেলের মূল্য ১০১.৫৩ রুপি নির্ধারণ করে সরকার। বাংলাদেশি মুদ্রায় ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১২৪ টাকায়। দেশে আগের দামের সঙ্গে পাশ্ববর্তী দেশের দামের পার্থক্য দাঁড়ায় ৫৯ টাকা। আর এতেই বিপুল বৈদেশিক অর্থ দিয়ে কেনা তেল বাংলাদেশ থেকে কম দামে কিনে ভারতে পাচারের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় ৫ বছর পর তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

মো:মকসুদ মিয়া

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর