আন্তর্জাতিক ডেস্কঃঃ
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার তাকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। এনিয়ে পাঁচবার প্রধানমন্ত্রী হলেন দেউবা।
নেপাল সুপ্রিম কোর্টের ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহাল করে এদিন প্রধানমন্ত্রী পদে নিয়োগ পান। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে কে পি শর্মা অলিকে সরিয়ে দেউবাকে স্থলাভিষিক্ত করার রায় দেয় সর্বোচ্চ আদালত। এতে রাজধানী কাঠমাণ্ডুসহ নানা শহরে বিক্ষোভ করে অলি সমর্থকেরা।
সম্প্রতি কয়েকমাসে আস্থাভোটে হেরে দু’বার পার্লামেন্ট ভেঙে দেন কে পি শর্মা অলি। একে অসাংবিধানিক বলে রায় দেয় আদালত।
//ইয়াসিন//