আন্তর্জাতিক ডেস্কঃঃ
নেপালে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।
দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তা আরও জানান, দুটি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
//ইয়াসিন//