January 15, 2025, 8:34 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে অঞ্জলিকা-র “এসো গাই জীবনের জয়গান” ছন্দমুখর কবিতা উৎসব

রংপুর ব্যুরো ঃ
রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক জমজমাট বসন্তকালীন কবিতা উৎসবের আয়োজন করা হয় । “এসো গাই জীবনের জয়গান” নামের আয়োজনটি ছিলো ছড়া কবিতায় ছন্দমুখর ।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক পত্নী  নাজিরা বাণু ।
 সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ ।
 বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক আবু জাফর আবদুল্লাহ , কবি এ,কে,এম শহীদুর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পত্নী মাসুমা খানম ।
উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃতিতে অংশ নেন, ডক্টর নাসিমা আকতার , ইঞ্জিনিয়ার দেওেলোয়ার হোসেন রংপুরী, বাশার ইবনে জহুর, হাই হাফিজ, নাহিদা ইয়াসমিন , মাহমুদ ইলাহী মন্ডল , মাহবুবুল ইসলাম,  এ,কে,এম শহীদুর রহমান , আবু জাফর আবদুল্লাহ, শৈলেন্দ্রনাথ বমার্, আদিল ফকির , জোসেফ আখতার, এটিএম মুর্শেদ, মজনুর রহমান , সোহানুর রহমান শাহীন, আসাদুজ্জামান মিলন , এস,এ অপু , মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, হাসনাইন রাব্বী,জাকির আহমদ,এস এম রাফাত হোসেন, ইয়াসমিন রাফাত বর্ণা, কবিরাজ ইসমাইল মোল্লা, বিমলেন্দু রায়, কামরুল হাসান , রবিউল ইসলাম লাজু, রেজাউল করিম জীবন , আবুল খায়ের,  ফজলে রাব্বী, ববি ইসলাম ববি, মোস্তাফিজ রহমান , অদম্য গোলাম মোস্তফা , আহসান লাবিব, মুমিনুল ইসলাম , নুর নাহার বেগম , লায়লা শিরিনা , মাসুদ বিহংগ, আবু হানিফ জাকারিয়া, রশিদা বেগম রুবি, মমিন উদ্দিন পাটোয়ারী, রিদোয়ান ইসলাম, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ আসাদ, মিকদাদ মুগ্ধ সহ অন্যান্যরা
দ্বৈতকন্ঠে একটি কবিতা আবৃত্তিতে অংশ নেন মহুয়া শবনম ও ফখরুল শাহীন । গান গেয়ে শোনান জিয়াউল আলম ফারুকী ।
কবিতা উৎসব আয়োজনটি উপস্থাপনায় ছিলেন, অঞ্জলিকা সাহত্যি পএকিার  সহযোগী সম্পাদক,  বিশিষ্টি সাংবাদকি মাহবুবুল ইসলাম ওকবরিরুমানা জামান ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ মার্চ ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর