January 17, 2025, 9:06 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

ক্যামেরার সামনে কাজ করতে প্রতিযোগিতায় আসিনি

 

অনলাইন নিউজ ডেক্সঃ

 

নানজিবা তোরসা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় জয়ের মুকুট উঠেছে তার মাথায়। ডিসেম্বরে বসতে যাচ্ছে এই প্রতিযোগিতার মূল আসর ‘৬৯তম মিস ওয়ার্ল্ড’। সেখানে অংশ নিতেই এখন প্রস্তুতি চলছে তোরসার। মূল প্রতিযোগিতা থেকে ফিরে নিজের ক্যারিয়ার পরিকল্পনা ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।

 

শুরুতে অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতা শেষে এখনকার সময়টা কীভাবে কাটাচ্ছেন?

ধন্যবাদ, এখন আন্তর্জাতিক আসরে যাওয়ার প্রস্তুতি চলছে। ডিসেম্বরে লন্ডনে এই প্রতিযোগিতার মূল আসর বসবে। সেই প্রস্তুতি চলছে। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তাদের একটি চ্যারিটি শোতে অংশ নিতে হয়। আমার প্রজেক্টটি শিক্ষা নিয়ে। চট্টগ্রাম ও ঢাকায় কাজ এরইমধ্যে শুরু করেছি। এই কাজটি নিয়েই এখন মূলত ব্যস্ত আছি। পাশাপাশি গ্রুমিং চলছে।

 

আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ফিরে নিজের ক্যারিয়ারের পরিকল্পনা কী?

এখন পর্যন্ত আমার তেমন কোনো ক্যারিয়ার পরিকল্পনা নেই। আমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল কারণ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ যিনি হবেন তাকে চ্যারিটি নিয়ে কাজ করতে হবে। এ বিষয়টি নিয়ে কাজ করতেই এই প্রতিযোগিতায় আসা। এছাড়া ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছে নিয়ে প্রতিযোগিতায় আসিনি। ক্যামেরার সামনে কাজ করতে চাইলে আমি আগেই নিয়মিত হতে পারতাম। কারণ কিছু কাজ আমার করা হয়েছে। তাই আমার এখন পর্যন্ত ক্যারিয়ার পরিকল্পনা এই প্রজেক্ট নিয়ে এগিয়ে যাওয়া। এই প্রজেক্টের টাইটেল ‘অ্যাডুকেশন ফর দ্য বেটার পারপাস’।

এ ধরনের চ্যারিটি নিয়ে কাজ করার ইচ্ছে কেন?

আমি অনেকদিন ধরেই শিক্ষা নিয়ে কাজ করছি। চট্টগ্রামে আমাদের ক্লাবের তত্ত্বাবধানে দুটি স্কুল রয়েছে। যেগুলো আমাদের নিয়মিত প্রজেক্ট। এখান থেকে একটি স্কুল সরকার অনুমোদিত। এটি ২০১৩ সালে হয়। ২০২৪ সালের মধ্যে যত সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা আমি করতে চাই।

তাহলে শোবিজে আপনাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই?

একবারে সম্ভাবনা নেই এমনটা বলবো না। তবে এখন পর্যন্ত পরিকল্পনা নেই। আগে আমি পড়াশোনা ও এই প্রজেক্ট নিয়ে কাজ করবো। এরপর এমন কোনো কাজ যদি পাই, যেগুলো সামাজিকভাবে প্রভাব ফেলবে, এমন কাজ হলে আমি করতে চাই। তবে সেগুলো আরো পরে।

Share Button

     এ জাতীয় আরো খবর