ভাড়া খাটা লোক দিয়ে মানবকল্যাণ হয় না: মতিয়া
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি বেগম মতিয়া চৌধূরী শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দূর্গাৎসব পালন উপলক্ষ্যে শুভেচ্ছা সফর করেন। গতকাল শনিবার দুপুরে নালিতাবাড়ী গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর একটা কাজও অসমাপ্ত রাখা হবে না। মৃত্যু সবার জীবনে আসবে। আল্লøাহর রহমতে আমার কপালে যা লেখা আছে তো আছেই, আমি বেঁেচ থাকতে কেউ আমাকে ফিরাতে পারবে না। এরা কেন অশুভ চেষ্টা করে। এরা রূঢ়, এরা হিতাহিত জ্ঞান শূন্য। এরা মানব কল্যাণ চায় না। এরা ভাড়া খাটে, এরা ভাড়া খাটা লোক। ভাড়া খাটা লোক দিয়ে আর যাই হোক নেতৃত্ব হয় না। মানব কল্যাণ হয় না। এসময় তিনি আরও বলেন, আমরা জানি বঙ্গবন্ধুর সেই টুঙ্গিপাড়ায় ৮৬ কেজি গ্রেনেড, বোমা পুইতা রাখার কথা। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপড় ২৯ বার জীবন নাশের হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় অলৈকিকভাবে তিনি বেঁেচ যান। আল্লাহই তাকে রক্ষা করে। তাই শেখ হাসিনার ইচ্ছে তার পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন। বঙ্গবন্ধুর কোন কাজই অসমাপ্ত থাকবে না। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওয়াজকরুনী, হাজী মোশারফ হোসেন, যোগেন রায়, অর্থ সম্পাদক গোপাল সরকার, কিরন দত্তসহ প্রমুখ নের্তৃবৃন্দ।