January 12, 2025, 1:54 am

কিউইদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

কিউইদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু শ্রীলঙ্কার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জিততে হলে করতে হবে ২৬৮ রান। সেটাও আবার চতুর্থ ও পঞ্চম দিনে। কিন্তু উদ্বোধনী জুটিতে এমন জমে গেলেন দুই শ্রীলঙ্কান ওপেনার, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের তাতে মাথায় হাত। রেকর্ড উদ্বোধনী জুটির কল্যাণে স্বাগতিকরা তুলে নিয়েছে ৬ উইকেটের সহজ জয়। রেকর্ড যা করার সেটা গল টেস্টের চতুর্থ দিনেই করে ফেলেছিলেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। দুজনে মিলে ১৩৩ রান তোলার পর শেষ হয় চতুর্থ দিনের খেলা। ততক্ষণে হয়ে গেছে রেকর্ড। দ্বিতীয় ইনিংসে লঙ্কান টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটিতে তখন টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তোলার স্বপ্ন দেখছে দেশটি। পঞ্চম দিনের শুরুতেই সেই স্বপ্নের ভিত আরও মজবুত করেন অধিনায়ক করুনারত্নে ও থিরিমান্নে। ১৩৩ রানের সঙ্গে আরও ২৮ রান যোগ করার পর দুজনকে আলাদা করতে পেরেছেন কিউই বোলাররা। ডানহাতি স্পিনার উইলিয়াম সমারভিলের বলে এলবিডব্লিউয়ে ৬৪ রানে থিরিমান্নে থামলে ভাঙ্গে ১৬১ রানের জুটি। সঙ্গী ফিরলেও থামেননি করুনারত্নে। ২৩ ইনিংস পর তুলে নিয়েছেন সেঞ্চুরি। ২৪৩ বলে ১২২ করার পর যখন লঙ্কান অধিনায়ককে ফেরাতে পারলেন টিম সাউদি, ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিকরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ আর ধনঞ্জয়া ডি সিলভা বাকি পথটা সাবধানে চলায় গতকাল রোববার লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ৬০ পয়েন্ট তুলে নিল শ্রীলঙ্কা। একইসঙ্গে আচমকা পাওয়া অধিনায়কত্বকেও অন্য মাত্রায় তুললেন করুনারত্নে। তার নেতৃত্বে টানা টেস্টে অপরাজিত লঙ্কানরা। যার মাঝে আছে সাউথ আফ্রিকাকে তাদেরই মাটিতে ঐতিহাসিক হোয়াইটওয়াশও। ক্যাপ্টেন্স নকে তাই ম্যাচ সেরা হয়েছেন করুনারত্নে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, কলম্বোতে।

Share Button

     এ জাতীয় আরো খবর