January 12, 2025, 7:03 am

টি-টোয়েন্টিতে অ্যাকারম্যানের বিশ্ব রেকর্ড ৭ উইকেট নিয়ে

টি-টোয়েন্টিতে অ্যাকারম্যানের বিশ্ব রেকর্ড ৭ উইকেট নিয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন কলিন অ্যাকারম্যান। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে সাত উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার।

বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে বুধবার ৫৫ রানের জয়ের পথে ১৮ রানে ৭ উইকেট নেন ল্যাঙ্কাশায়ার ফক্সেসের অধিনায়ক অ্যাকারম্যান।

এর আগ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ জন বোলার নিয়েছেন ৬ উইকেট। সবচেয়ে কম ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে এই সংস্করণে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সমারসেটের অলরাউন্ডার আরুল সাপিয়াহর।

২৮ বছর বয়সী অফ স্পিনার অ্যাকারম্যানের টি-টোয়েন্টিতে সেরা ছিল ২১ রানে ৩ উইকেট। বার্মিংহ্যামের বিপক্ষে সাত উইকেটের ছয়টি তুলে নেন ২ ওভারের মধ্যে। টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে যেন বিশ্বাস হচ্ছিল না তার।

“এখনও ঠিক যেন বিশ্বাসই হচ্ছে না। ম্যাচটা বোলারদের জন্য তৈরি করে দিতে দলের এটা দারুণ অলরাউন্ড পারফরম্যান্স ছিল।”

Share Button

     এ জাতীয় আরো খবর