September 21, 2024, 5:47 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

সুশীল সমাজ শুধু সমালোচনাই করতে জানে: শাজাহান খান

সুশীল সমাজ শুধু সমালোচনাই করতে জানে: শাজাহান খান

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

সুশীল সমাজ শুধু সমালোচনাই করতে জানে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শুক্রবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভায় নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, সুশীল সমাজ একটাও ভালো কাজ করেছে এমন কোনো উদাহরণ নেই। তিনি আরো বলেন, তারা শুধু সমালোচনাই করতে জানে। আর বলেন, ড্রাইভারদের (চালক) সাজা বাড়লেই নাকি সড়ক দুর্ঘটনা কমে যাবে। সুশীল সমাজের উদ্দেশে শাজাহান খান বলেন, দুনিয়ার কোথাও সড়ক দুর্ঘটনায় চালকদের বড় ধরনের সাজার বিধান আছে, তা প্রমাণ করতে পারলে চালকদের ফাঁসি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু এমন আইন যদি দুনিয়ার কোথাও না থাকে তবে এ দেশের চালকরাও বড় ধরনের শাস্তি পেতে পারে না। সড়ক দুর্ঘটনায় সারা বিশ্বে চালকদের দুই বছরের বেশি সাজা দেওয়ার বিধান নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। দেশে সড়ক দুর্ঘটনা কমে গেছে দাবি করে নৌমন্ত্রী আরো বলেন, সরকার কিছু কাজ করেছে যে কারণে দুর্ঘটনা কমে গেছে। এ ছাড়া চালকরা এখন অনেক সচেতন হয়েছেন। তবে তাঁদের আরো সচেতন হতে হবে। শাজাহান খান বলেন, আইন আমরাও মানব, কিন্তু যাঁরা আইন প্রয়োগ করবেন, তাঁদেরও আইন মানতে হবে। শুধুমাত্র আমাদের ওপর আইন চাপিয়ে দেবেন, সেটা হবে না। মন্ত্রী বলেন, পরিবহন খাত এমন একটা জায়গা, যেখানে চাঁদাবাজি হয়। ট্রেড ইউনিয়ন দখল করা, টার্মিনাল দখল করার একটা প্রবণতা থাকে। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। সম্প্রতি আইন মন্ত্রণালয় সড়ক দুর্ঘটনায় চালকদের বিভিন্ন প্রকার শাস্তি ও অর্থদ-ের বিধান রেখে আইনের খসড়া তৈরি করেছে। অনুষ্ঠানে শ্রমিক নেতা ওসমান আলী এই খসড়ার সমালোচনা করে শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই খসড়া আইনে দুর্ঘটনার জন্য চালকদের ২৫ লাখ টাকা জরিমানার বিধান করা হচ্ছে। আর এই আইন হলে কেউ গাড়ি চালাতে আসবে না। সভায় সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও খুলনা মিনিবাস মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি আবদুল গাফফার বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিহন ফেডারেশনের মহাসচিব ওসমান আলী, শ্রমিক নেতা আবদুর রহিম বক্স দুদু, মোল্লা মুজিবর রহমান।

Share Button

     এ জাতীয় আরো খবর