নিজস্ব সংবাদদাতাঃ
নাম রিয়াজ, কুমিল্লার নাংগলকোট উপজেলার পাটোয়ার গ্রামের সন্তান, বাবা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন । সেই সুবাদে ছোটবেলা থেকে উচ্চমাধ্যমিক পাস করেন চট্টগ্রাম থেকে, বয়স ২৩ বছর উচ্চতা ৫’৬”। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার নেশা। সেই থেকে ক্রিকেট খেলা। তবে তা সুধু সখের বসে, প্রিয় ক্রিকেট তারকা, অস্ট্রেলীয়ান লেগস্পিনার (শেনয়ার্ন) সেই থেকে অনুশিলন, অবাক করা তার বোলিং, লাইন, টার্ন & লেন্ত। তার লেগস্পিন & গুগলি দেখলে মনে হয় সেই শেনয়ার্ন বাংলাদেশে এসে খেলছেন। যদি এই প্রতিভাকে কাজে লাগানো সম্ভব হয়, তবে ক্রিকেট বিশ্বের ত্রাশ হবে এই বাংলাদেশী লেগস্পিনার। বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে লেগস্পিনারের অভাবটা হয়ত দুর করা সম্ভব এই তরুন লেগস্পিনরকে দ্বারা। fbid: www.facebook.com/tanvir.sha email tanvirsha91@gmail.com
প্রাইভেট ডিটেকটিভ/ ৯ জুন ২০১৯/ইকবাল