July 27, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে দেশটি। এজন্য ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে চায় বাংলাদেশ ও মিয়ানমার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশটিতে সফর করছেন। সফরের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিউ সুইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে বুধবার সকাল ১০টায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর (কার্যত সরকার প্রধান) অং সান সু চির সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ হবে। এদিকে, রোহিঙ্গা সঙ্কটের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিয়ানমারের রাজধানীর ‘হরাইজন লেক ভিউ রিসোর্টে দুই দেশের প্রতিনিধি দলের এ বৈঠক হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান। তিনি বলেন, এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন; আর মিয়ানমারের ১৬ সদস্যের দলে নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র সচিব ইউ টিন মায়েন্ট। রোহিঙ্গা সঙ্কটের মধ্যে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল গত সোমবার মিয়ানমান পৌঁছায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন। মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। রাখাইন থেকে নির্যাতিত রোহিঙ্গারা পালিয়ে আসার মধ্যে এই সফরেও তাদের ফেরত নেওয়ার বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে সফরের আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর