July 27, 2024, 8:33 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক জানান, গতকাল বৃহস্পতিবার সাকাল থেকে নৌ-পুলিশের দুটি টিম ফের অনুসন্ধান শুরু করে। গত বুধবার দুপুরে সেতু থেকে ওই তরুণ-তরুণী বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত অনুসন্ধান করে তাদের খোঁজ মেলেনি। তাদের পরিচয় জানা যায়নি। এসআই রবিউল বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল গভীর রাতে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে। এরপরও নৌ-পুলিশের দুটি দল ফতুল্লা থেকে পোস্তগোলা পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখে। রাতের পালা শেষ হলে সকালের পালায় যোগ দিতে আসা নৌ-পুলিশ দল আবার অনুসন্ধান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলও দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আসবে বলে জানান এসআই রবিউল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রবিউল জানান, গত বুধবার দুপুরে মাঝ সেতুতে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গায় লাফিয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে; পরে পুলিশে খবর দেয় বলে তিনি জানান। নিখোঁজ তরুণী লাল সেলোয়ার-কামিজ এবং তরুণ সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর