July 27, 2024, 9:44 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

দিনাজপুরে নেটিজেন আইটি’র রংপুর জোনের প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে নেটিজেন আইটি’র রংপুর জোনের প্রশিক্ষণ কর্মশালা
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি


“ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, শিক্ষার ডিজিটাল সবার আগে” -স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার ‘এডুম্যান’ এর মাধ্যমে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ডিজিটাল ক্যাম্পাসে পরিনত করার প্রত্যয়ে যৌথভাবে এগিয়ে চলেছে নেটিজেন আইটি লিমিটেড ও বিজয় ডিজিটাল।
এরই ধারাবাহিকতায় রংপুর জোনের সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নেটিজেনের ‘এডুম্যান’ সফটওয়্যার এর আওতায় এনে ডিজিটাল শিক্ষা ক্যাম্পাসে পরিণত করার ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে কিভাবে আরো দ্রুত ডিজিটালাইজড করা যায়, সে বিষয়ে রংপুর জোনের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সকল বিজনেস এক্সিকিউশন (বিইপি) ও বিজনেস ডেভেলপারদের (বিডিপি) নিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টা হতে প্রায় বিকেল পর্যন্ত এক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে অতি দ্রুত ডিজিটাল করণের ক্ষেত্রে প্রতিনিধিদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, রংপুর জোনের জোনাল পার্টনার সাইদুল ইসলাম। এতে বিডিপি সোহেল রানা, সামিউল বাশার, কাদেরুল ইসলাম, বিইপি সামিউল আলম, মারুফা ইয়াসমিন, মনসুর আলী, আবু হেনা হালিম সহ প্রায় ২০ জন বিজনেস প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর নেটিজেন আইটি লিমিটেড ও বিজয় ডিজিটালের আয়োজনে ঢাকার বিয়াম মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান অতিথি করে বাংলাদেশে প্রথমবারের মত ‘ডিজিটাল শিক্ষা সম্মেলন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এছাড়াও সেখানে দেশ-বিদেশের বিশিষ্ট গুণীজন ও সফলকামী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর