July 27, 2024, 8:57 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কমলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে দায়ের কোপে বৃদ্ধা আহত

কমলগঞ্জে পারিবারিক  বিরোধের জের ধরে দায়ের কোপে বৃদ্ধা আহত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে এক রিক্সা চালকের দায়ের কূপে বৃদ্ধা গৃহবধূ  আফিয়া বেগম (৫০) গুরুরতরভাবে আহত হয়ে এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার  ভোর ৬টায় মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শ্বশুড় শ্বাশুড়ির অনুমতি ছাড়া প্রতিবেশী মাসুক মিয়ার বাড়িতে যাওয়া নিয়ে সোমবার সন্ধ্যায় লঙ্গুরপার গ্রামের মখলিছ মিয়ার স্ত্রী আফিয়া বেগমের(৫০) সাথে তার ছোট ছেলে শাহ আলমের স্ত্রীর তর্ক বিতর্ক হয়েছিল। এর জের ধরে মঙ্গলবার ভোর ৬টায় লঙ্গুরপুল (সেতু) এলাকায় একা পেয়ে প্রতিবেশী রিক্সা চালক মাসুক মিয়া (৫৫) দা দিয়ে অতর্কিতভাবে গৃহবধূ আফিয়া বেগমকে কূপিয়ে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আহত গৃহবধূর স্বামী মখলিছ মিয়াসহ গ্রামবাসীরা তাকে (গৃহবধূকে) উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত গৃহবধূর বড় ছেলে কামাল মিয়া বলেন, বাড়ির পারিবারিক নিয়ম কানুন না মেনে তার ছোট ভাইর স্ত্রী প্রতিবেশী মাসুক মিয়ার বাড়িতে যাতায়াত করে। মুরব্বীদের মান্য করে না। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তার মা ( আফিয়া বেগম) আর ছোট ভাইর স্ত্রীর মাঝে তর্ক বিতর্ক হয়েছিল। এর জের ধরে প্রতিবেশী মাসুক মিয়া মঙ্গলবার ভোরে প্রাত ভ্রমনকালে একা পেয়ে মাকে (আফিয়া বেগমকে) দা দিয়ে কূপিয়ে আহত করে। মাসুক মিয়ার দায়ের কূপে তার মায়ের বাম  হাত ভেঙ্গে গেছে। তাছাড়া মাথাসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম আছে। এখন মাকে বাঁচানোর চিকিৎসায় ব্যস্ত আছেন দাবি করে কামাল মিয়া আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করবেন। কামাল মিয়া আরও জানান, রিক্সা চালক মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলা জামায়াতের একজন সক্রিয় সদস্য।

Share Button

     এ জাতীয় আরো খবর