জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী পলাতক
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে জিতু মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আঃ জলিলের ছেলে।
জগন্নাথপুর থানা সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই মোঃ মোশাহিদ মিয়া,এএসআই তপন দেব সহ একটি ফোর্স আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে জিআর ২৩/১৬ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ জিতু মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী জিতু মিয়াকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।