আব্দুস সামাদ আজাদ
সুনামগন্জ জেলার দোহারা বাজার ভুমি অফিসের ড্রাফটম্যান নুরে আলমের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে ৷
জানা যায় দোহারা বাজার ভুমি অফিসের ড্রাফটম্যান নুরে আলম (৪২)ব্রাক্ষনবাড়ীয়া জেলার বিজয়নগর থানার দক্ষিন বিলপাশা গ্রামের বাচ্চু মিয়ার (৬৮) পুত্র ৷ সে দীর্ঘ দিন যাবৎ দোহারা বাজার ভুমি অফিসে কর্মরত আছে ৷
চাকুরী নেওয়ার পর থেকেই তার সম্পদের পরিমান ফুলে ফেপে উঠেছে ৷ সাম্প্রতিক সময়ে নিজ নামে তিনি মাধবপুরে ৫ শতক জমি ক্রয় করেন যার আনুমানিক মুল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ৷
এই ক্রয়কৃত জমির উপর ৫তলা ফাউন্ডেশনের ইমারত তৈরীর কাজ চলছে ৷ যার ২ তলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ৷ অনুসন্ধানে জানা যায় আইনের হাত থেকে বাঁচতে নুরে আলম নিজে টাকা দিয়ে ইমারত তৈরী করলেও তার বড় শ্যালক শফিকুল মিয়ার সাথে ১৫ বছরের মিথ্যা চুক্তির মাধ্যমে সকল কাজের কাগজ তার শ্যালকের নামে করাচ্ছেন ৷
তাছাড়াও নিজ গ্রাম দক্ষিন বিলপাশায় প্রায় ২০ লক্ষ টাকার জমি রয়েছে ৷এছাড়াও নিজ নামে ও স্ত্রীর নামে একাধিক ব্যাংকে প্রচুর নগদ টাকা রয়েছে বলে গোপন সুত্রে জানা যায় ৷ একজন সামান্য ড্রাফটম্যান তার সামান্য বেতনের চাকুরি করে এত সম্পদের মালিক কিভাবে হতে পারে এটা নিয়ে এলাকার মানুষের মনে সন্ধিহান তৈরী হয়েছে ৷
এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন ৷ পরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি ৷