রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ করতে গিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেফতার ঐ ঘটনার ‘ভুক্তভোগী’সহ পাঁচজন। গ্রেফতারকৃতদের নাম, হুমায়ুন কবির (২৮), মোঃ তরিকুল ইসলাম (৩৪), আল আমিন (২৫), মোঃ রাজন মিয়া (২৮) ও মোঃ খোরশেদ আলম (২৫)।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুমায়ুন কবির রুপচাঁদা সোয়াবিন তেল এর ডিস্ট্রিবিউটর রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল কোম্পানির শাখা অফিস এর অপারেশেন অফিসার। ২৬ নভেম্বর’ ১৭ সকাল সাড়ে দশটায় সে প্রতি দিনের মত অফিসে গচ্ছিত থাকা ১২,৮০,০০০টাকা ভর্তি একটি ব্যাগ এবং উত্তরা ১২ নং সেক্টরে ট্রাস্ট ফ্যামিলি নিডস্ থেকে আরো ১,৫০,০০০ টাকা নিয়ে মোটর সাইকেলযোগে ১৩ নং সেক্টরে মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা শাখায় জমা দেয়ার জন্য রওনা দেয় । রওনা দেয়ার পর সকাল ১১.১০ টার দিকে উত্তরা ১৩ নন্বর সেক্টরের ১৩ নম্বর রোডে পৌঁছলে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী ক্ষুর দিয়ে তাকে পিঠে আঘাত করে উপরোক্ত টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়।
উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মামলা রুজুর পর টাকা উদ্ধারসহ আসামী গ্রেফতার অভিযানে নামে পুলিশ। উক্ত ঘটনায় আহত হুমায়ুন কবিরের দেওয়া তথ্যে গড়মিল পরিলক্ষিত হওয়ায় সন্দেহ বাড়ে পুলিশের। তাকে আরো জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ঘটনার প্রকৃত সত্যতা। সে স্বীকার করে কোম্পানীর টাকা আত্মসাতের উদ্দেশ্যে তার অন্যান্য বন্ধুদের নিয়ে ছিনতাইয়ের নাটক সাজায়।
হুমায়ুনের দেওয়া তথ্য মোতাবেক পুলিশ ২৯ নভেম্বর’১৭ উত্তরাসহ রাজধানীর রমনা থানাধীন মগবাজার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে আত্মসাৎকৃত ৬ লক্ষ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।