রফিকুল ইসলাম সুমন, গৌরনদী প্রতিনিধি।
শিক্ষককে লাঞ্চনার প্রতিবাদ করায় প্রান গেল ছাত্রলীগ নেতা শাকিরের। পালরদী মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিল শাকির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায় বলেন, বাহিরের কিছু বখাটে ছেলে প্রায় সময় স্কুলের পরিবেশ নষ্ট করত। মেয়েদের উত্তপ্ত এবং সাধারন ছাত্রদের সাথে অসদাচরণ করাই এদের কাজ। প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে বখাটে সোহেল, রিয়াজ, ইমরান, সুমন সহ দশবারোজন স্কুলের ভিতর ঢুকে চিল্লাচিল্লি করছিল। প্রধান শিক্ষক চিল্লাচিল্লির কারন জানতে চাইলে তাকে খারাপ ভাষায় গালাগালি দিতে থাকে। এক পর্যায় তাকে মারার জন্য ধারালো চাকু নিয়ে আসে। ছাত্রলীগ নেতা শাকির শিক্ষককে লাঞ্ছনা করার প্রতিবাদ করলে বাখাটেরা শাকিরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
কিছুক্ষন পর বখাটেরা স্কুলের সামনের রাস্তায় দেশিয় অশ্রে সুসজ্জিত হয়ে শাকিরকে মারার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। শাকির স্কুল থেকে বের হলে অতর্কিত হামলা করে ওকে আহতাবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শাকিরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেয়ার পরামর্শ দেন। সেখানে ওর অবস্থার অবনতি হলে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক শাকিরকে মৃত ঘোষণা করেন। এদিকে শাকিরের মৃত্যুর সংবাদ পেয়ে গৌরনদীতে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে শাকির হত্যার বিচারের দাবিতে। পরবর্তীতে স্থানীয় পৌর মেয়র হারিছুর রহমান ছাত্রছাত্রীদের আস্যস্ত করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।