রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ বিঘা আমবাগান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের আওতাধীন দশ বিঘা আমবাগান পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক এমরান আলী জানান, রাজশাহী শহরের ভদ্রা এলাকায় গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ বিঘা আয়তনের ওই আম বাগানে মাঝারি আকারের প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক আম গাছ রয়েছে। গত বুধবার দুপুরে সেখানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাগানের ১০ বিঘা জমির দুই থেকে আড়াইশ আম গাছ পুড়ে যায়। এ কৃষি কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কারা জড়িত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, বাগানে আগুন দেওয়ার ঘটনাটি তারা শুনেছেন। প্রাথমিকভাবে জড়িতদের সনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।