January 16, 2025, 11:46 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

বড়লেখায় সরকারী টিলা থেকে লাখ লাখ টাকার গাছ পাচার

বড়লেখায় সরকারী টিলা থেকে লাখ লাখ টাকার গাছ পাচার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির সরকারী বিভিন্ন টিলা থেকে প্রভাবশালীরা লাখ লাখ টাকার গাছ পাচার করছে। প্রতিদিন শাহবাজপুর বাজারের সদর রাস্তা দিয়ে ট্রাক, ট্রাক্টর ও টেলাযোগে প্রকাশ্যে অবৈধভাবে কাঠ পাচার হলেও স্থানীয় শাহবাজপুর পুলিশ, বিজিবি ও বনবিভাগ নির্বিকার। প্রশাসনের নাকের ডগায় বন উজারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনারের (ভুমি) নির্দেশে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এব্যাপারে স্থানীয় ভুমি কর্তকর্তা ৩ কাঠ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সীমান্তবর্তী বড়াইল গ্রামের বিভিন্ন সরকারী খাস টিলা থেকে প্রভাবশালীরা বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার গাছ কেটে পাচার করছে। সুত্র জানায় শাহবাজপুর পুলিশ ক্যাম্পের কর্তা (নবনিযুক্ত) ব্যক্তি টোকেন সিস্টেম চালু করায় কাঠ পাচার প্রকাশ্যে রূপ নিয়েছে। গত ১ সপ্তাহ ধরে কাঠ পাচারকারীরা করলা টিলা ও টেংরাকান্দি টিলার পাশের সরকারী খাস টিলা থেকে কয়েকশ’ আকাশমনি ও মেনজিয়াম গাছ উজাড় শুরু করে। প্রভাবশালী কাঠ পাচারকারীরা প্রকাশ্যে শ্রমিক লাগিয়ে গাছ কেটে সদর রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে পাচার করলেও স্থানীয় ক্যাম্পের পুলিশ, বিজিবি ও বনকর্মচারীরা নির্বিকার। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদে সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিনের নির্দেশে স্থানীয় ভুমি কর্মকর্তারা করলা টিলা থেকে অবৈধভাবে কেটে মজুদ রাখা প্রায় ২ লাখ টাকার সরকারী গাছ জব্দ করেন। সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিন জানান- খাস টিলা থেকে সরকারী গাছ পাচারের খবর পেয়েই তিনি ভুমি কর্তকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এসময় তারা প্রায় ২ লাখ টাকার কাটা গাছ জব্ধ করেন। বুধবার দুপুরে জব্দ কাঠগুলো বন বিভাগের রেঞ্জ অফিসে জমা দেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর