January 16, 2025, 10:13 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু : নুরজাহান প্রাইভেট হাসপাতাল পরিচালকের গণমাধ্যমে মিথ্যা বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু : নুরজাহান প্রাইভেট হাসপাতাল পরিচালকের গণমাধ্যমে মিথ্যা বিজ্ঞপ্তি
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় নুরজাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক মোঃ তোয়াহিদ মিয়া গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি পাটিয়েছেন।
গত ২৭ নভেম্বর এক বার্তায় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতি উদ্দেশ্যপ্রণেদিত ভাবে বিষেদাগার করে তার ক্ষোভের বহিঃ প্রকাশ করেন। উল্লে¬খিত প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। যা অনলাইন, প্রিন্ট ও বেসরকারী কোন টেলিভিশনে ও প্রকাশ হয়েছে বলে আমাদের জানা নেই। সেটা এ রকম, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনা। তিনি বিজ্ঞপ্তির একাংশে উল্লেখ করেন,  রোগীর পছন্দমতে সার্জন দিয়ে অপারেশন করানো হয়।
তবে কি নূরজাহান (প্রাঃ) হাসপাতালে নির্দিষ্ট কোন বিশেষজ্ঞ সার্জন নেই ?  তাছাড়া অপারেশনের ৩ ঘন্টা পর্যন্ত রোগীর শারীরিক অবস্থা কেমন ছিলো, তা কি স্বজনরা জানতো ? যখন রোগীর অবস্থার অবনতি হলো তখন রোগীকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হলো কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য।


প্রকৃত পক্ষে, গত ২৬ নভেম্বর সকালে নুরজাহান প্রাইভেট হাসপতালের পরিচালক, রোগীর স্বজন, উপস্থিত স্থানীয় এলাকাবাসী, মডেল থানার পুলিশের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রচার হয়েছে। প্রকাশিত সংবাদের কোন অংশে উল্লে¬খ হয়নি যে, “নূরজাহান প্রাইভেট হাসপাতালে” রোগী মারা গেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবাদ বিজ্ঞপ্তির কোন মিল নেই। এতে প্রমানিত হয়, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বিদ্যমান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। উল্লেখ- মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে গত ২৬ নভেম্বর ভোর রাতে ভুল চিকিৎসায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী পপী রানী পাল (১৯) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় নুরজাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক মোঃ তোহাহিদ মিয়াকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সন্তান সম্ভাব্য পপী রানী পালকে নুরজাহান প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তপক্ষ ও কর্তব্যরত ডাক্তার ফারজানা হক পর্ণা অস্ত্রোপাচারের জন্য বলেন।
তারপর থেকেই রোগীর (নুরজাহান প্রাইভেট হাসপাতাল রেজিঃ নং- ১৫১৭৩, কেবিন নং-৪০১) প্রচুর ব্লিডিং শুরু হয় এবং প্রশ্রাব বন্দ হয়ে যায়।
রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজারে রোগীর ভুল অপারেশনের কথা উল্লেখ করে সূচনীয় অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করার পরামর্শ দেন।  সেখান থেকে রোগীর স্বজনরা সিলেট পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে ২৬ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে পপী রানী পাল (১৯) মৃত্যুবরণ করেন।
সকালে রোগীর আতœীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করলে পুলিশ এসে হাসপাতালের পরিচালক তোয়াহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর