December 23, 2024, 4:21 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

৭ মার্চের ভাষণ ইউনোসকোর স্বীকৃতি পাওয়া বিএনপির গাত্রদাহের কারণ হাছান

৭ মার্চের ভাষণ ইউনোসকোর স্বীকৃতি পাওয়া বিএনপির গাত্রদাহের কারণ হাছান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেসকোর স্বীকৃতি পাওয়ায় বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে আর তাই তাঁরা উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক হাছান মাহমুদ।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই নেতা এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তার মিত্ররা বছরের পর বছর ধরে এই ভাষণ অস্বীকার করে আসছে। সেটি যখন আজ জাতিসংঘ থেকে স্বীকৃতি পেল, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এটিই স্বাভাবিক। তাদের গাত্রদাহ হচ্ছে বিধায় তারা উল্টো পাল্টা বকছে। বিএনপি নেতাদের বলবে, আহম্মকের মতো মিথ্যাচার করবেন না। যত দিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তত দিন রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, তারা ক্রমাগতভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, ইতিহাসকে অস্বীকার করেছে। এখন তারা বঙ্গবন্ধুর এই ভাষণকেও অস্বীকার করছে। বিএনপির গাত্রদাহ হওয়াটাকে স্বাভাবিক বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, এই স্বীকৃতি আওয়ামী লীগের অর্জন নয়, এটা জাতির অর্জন, রাষ্ট্রের অর্জন। সে কারণেই জাতির বিভিন্ন স্তরের মানুষ, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা স্বাগত জানাচ্ছে। গত ২৫ নভেম্বরের সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিবের করা সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, ওই সমাবেশ আওয়ামী লীগের কোনো দলীয় কর্সসূচি ছিল না। সেখানে আওয়ামী লীগের দলীয় কোনো নেতা বক্তব্য রাখেননি, সেখানে সরকারের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রেখেছেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর