ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ, যাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
মহাসড়কের পাশে ব্যাংক টাউন ব্রিজের নিচে রোববার সকালে ওই যুবকের (৩০) লাশ পাওয়া যায় বলে সাভার মডেল থানার এসআই নুরুল হুদা জানান।
তিনি জানান, সকালে পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
রাতে কোনো একসময় তাকে গাছের মোটা ডাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা গাছের ডালটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।