July 5, 2024, 1:28 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার

বেশি ঘামার কারণ

বেশি ঘামার কারণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আসেন, আশপাশের সবাই স্বস্তিতেই আছেন, তবে আপনার লাগছে গরম লাগছে। পোশাকের ভেতরে চিটচিটে ঘাম অনুভব করছেন। এই চাপা ঘামের কারণে শরীর থেকে দুর্গন্ধ আসছে, ফলে সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু কেনো এই ঘাম?

ঘাম যাদের বেশি হয়, তারা এরকম পরিস্থিতির সঙ্গে ভালোভাবেই পরিচিত। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এদের জন্য অত্যন্ত কঠিন। আবার ঘাম বেশি মানে দুর্গন্ধও বেশি, ফলে অবস্থা আরও বেগতিক হতে থাকে।

চিকিৎসাবিজ্ঞান ও গবেষণার ফলাফল নিয়ে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে অন্যান্যের চাইতে ঘাম বেশি হওয়ার কারণ এখানে দেওয়া হল।

প্রচলিত ধারণা: শরীরে চর্বির মাত্রা বেশি হওয়াকেই অতিরিক্ত ঘাম হওয়ার পেছনে দায়ী করা হয়। আর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করাকে ঘাম কম হওয়ার উপায় ধরা হয়। তবে আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের করা সাম্প্রতিক এক গবেষণা বলছে ভিন্ন কথা।

তাদের মতে, ‘প্রচলিত ধারণাটি অনেকসময় মিলে গেলেও কতটুকু ঘাম হবে তার পেছনে আরও অনেকগুলো বিষয় জড়িত।’

চর্বি বেশি তো ওজন বেশি: প্রচলিত ধারণা হল, শরীরের চর্বি বেশি থাকলে ওজনও বেশি হবে, শরীরে ইনসুলিন সম্বন্ধীয় উপাদান বেশি থাকবে, ফলে ঘাম বেশি হতে পারে। আবার চর্বি বেশি থাকলে ‘বডি ম্যাস’ বা শরীরের ভরও বেশি। ঘাম বেশি হওয়ার পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ।

শারীরিক নড়াচড়া বেশি, তো ওজন কম: ‘অ্যারোবিক ফিটনেস’ বা ‘ভিওটু’য়ের মাত্রা বেশি হলে একজন ব্যক্তির শারীরিক গড়ন হবে ছিমছাম। তাই শরীরের কাঠামো ছোট হলে ঘাম কম হওয়ার সম্ভাবনা আছে।

এই গবেষণায় অংশ নেয় বিভিন্ন শারীরিক গড়নের মোট ২৮ জন সেচ্ছাসেবক। প্রত্যেককেই বলা হয় ৬০ মিনিট সাইকেল চালাতে এবং পরিমাপ করা হয় তাদের শারীরিক পরিবর্তন ও ঘামের মাত্রা।

সাইকেলে প্যাডেল ঘুরানোর মাধ্যমে সেচ্ছাসেবকদের শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এ ক্ষেত্রে শরীরের ইনসুলিনের কোনো প্রভাব ছিল না। তাপমাত্রার এই তারতম্য পরিমাপ করা হয় শরীরের প্রতি একক ভরের ভিত্তিতে। সাইকেল চালানোর কারণে উৎপন্ন হওয়া এই তাপ শরীরের কেন্দ্রীয় তাপমাত্রা বৃদ্ধির অর্ধেকের জন্য দায়ী।

শরীরের কেন্দ্রীয় তাপমাত্রার তারতম্যের মাত্র ২.৩ শতাংশকে প্রভাবিত করে চর্বির মাত্রা। আর অংশগ্রহণকারীদের ক্ষেত্রে এই হিসাবের তারতম্য ছিল ৬.৮ থেকে ৩২.৫ শতাংশ পর্যন্ত।

তার মানে, একই ওজনের দুজন ব্যক্তি একই হারে সাইকেলের প্যাডেল ঘোরালে তাদের শরীরের তাপমাত্রা বাড়বে একই মাত্রায়। এর উপর তাদের উচ্চতা এবং শরীরের আকারের কোনো প্রভাব থাকবে না।

তাহলে প্রচলিত ধারণা কি ভুল? না, তবে এর পেছনের যুক্তিটা ভুল। চর্বি বেশি এমন ব্যক্তি বেশি ঘামার কারণ বাড়তি চর্বির বাড়তি তাপ উৎপাদনকারী উপাদান নয়, বরং বাড়তি ওজন।

আবার শুধু শারীরিক নড়াচড়া ঘামের মাত্রার মাত্র চার শতাংশ নিয়ন্ত্রণ করতে পারে। মূল বিষয়টা হল শরীর কতটা তাপ উৎপাদন করছে।

তাহলে আপনার যদি বেশি ঘাম হয়, হতে পারে কোনো কারণে শরীর বেশি তাপ উৎপন্ন করছে। যা শরীরের ওজন, বেশি খাওয়া, হরমোনের প্রভাব ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে।

ছবি: রয়টার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর