September 23, 2024, 4:25 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শুধু জামায়াত নয়, বিএনপিকেও ক্ষমা চাইতে হবে: তথ্যমন্ত্রী

শুধু জামায়াত নয়, বিএনপিকেও ক্ষমা চাইতে হবে: তথ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত ইসলামীকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়া এবং তাদের সঙ্গে জোট ও সরকার গঠন করায় শুধুমাত্র জায়ামাত ক্ষমা চেয়ে দায়মুক্তি পেতে পারে না, বিএনপিকেও ক্ষমা চাইতে হবে। গতকাল বুধবার জাতীয় জাদুঘরের মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জামায়াত ইসলামি দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা, গণহত্যা-অগ্নিসংযোগ ও নারী নির্যাতন করা থেকে দায়মুক্তি পাবে না। কারণ তারা এতোদিন বাংলাদেশে রাজনীতি করেছে। তাদের নিয়ে যে রাজনৈতিক দল জোট গঠন করে একসঙ্গে নির্বাচন করেছে ও সরকার গঠন করেছে এজন্য বিএনপিও একই অপরাধে অপরাধী। সুতরাং জামায়াতের ক্ষমা চাওয়ার পাশাপাশি বিএনপিরও ক্ষমা চাওয়া উচিৎ। জামায়াতের ক্ষমা চাওয়ার দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, তাদের কয়েকজন নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছে। সুতরাং আমি মনে করি এই পদত্যাগের ঘোষণা বা তাদের মধ্য থেকে ক্ষমা চাওয়ার যে কথাবার্তা বলা হচ্ছে এগুলো দেশে-বিদেশে চাপমুক্ত হওয়ারই একটি কৌশল মাত্র। তথ্যমন্ত্রী বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে পৃথিবীর সব দেশ বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতে বাধ্য হন বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। অথচ বাংলাদেশের কিছু রাজনৈতিক দল দেশের এই অগ্রযাত্রাকে টেনে ধরার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বন্দি গণতন্ত্র মুক্তি পেয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং মুক্ত চিন্তা মুক্তি পেয়েছে। বাংলাদেশের অগ্রগতি তরান্বিত হয়েছে। তিনি এগার লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু অসাম্প্রদায়িকতার প্রতীক নন, মানবতার প্রতীকও। গোলাম রব্বানী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, প্রচার সম্পাদক আকতার হোসেনসহ বইয়ের লেখক সুজন হালদার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর