October 7, 2024, 12:26 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

আবারো অভিনয়ে বাঁধন

আবারো অভিনয়ে বাঁধন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

লাক্স-চ্যানেল আই সুপারস্টার আজমেরী হক বাঁধন। পারিবারিক ঝামেলায় গেল ঈদের পর থেকে প্রায় তিন মাস অভিনয়ে তাকে দেখা যায়নি। সম্প্রতি তিনি আবারো অভিনয়ে ফিরলেন। একই সঙ্গে দুটি খ- নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। নাটক দুটি হলো ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’। দু’টি নাটক একসঙ্গে নির্মাণ করছেন কাজী সাইফ।

এই দুটি নাটকে বাঁধন জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় মডেল-অভিনেতা ইমনের সঙ্গে। দুই বছর পর তারা দুজন একসঙ্গে অভিনয় করলেন। বাস্তব জীবনেও ইমন ও বাঁধন বন্ধু। দীর্ঘদিন পর আবারো অভিনয়ে ফেরা প্রসঙ্গে বাঁধন বলেন, আমার পারিবারিক সমস্যার বিষয়টি মিডিয়ার সবাই জানেন। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই সময়ে আমার পাশে থাকার জন্য। আমি আবারো অভিনয়ে ফিরেছি। নিয়মিত দর্শকদের নতুন নতুন কাজ দিতে চাই। আমার বিশ্বাস আমার বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সহযোগিতা পাবো। এরইমধ্যে নতুন কিছু কাজের প্রস্তাব পেয়েছি। গল্প ও চরিত্র পছন্দ হলে সেগুলোর কাজ শুরু করবো। খ- নাটকের বাইরে বাঁধনের হাতে ‘তীরন্দাজ’, ‘ডুগডুগি’, ‘দি পাবলিক’,

‘ল্যামপোস্ট’সহ কয়েকটি ধারাবাহিকের কাজ রয়েছে বলে জানান। এই ধারাবাহিকগুলোর কিছু কাজ অসমাপ্ত রয়েছে। চলতি মাসেই এই কাজগুলো শেষ করতে চান বলে তিনি জানান। প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে স্বামী সনেটের সঙ্গে বিচ্ছেদ হয় বাঁধনের। দীর্ঘদিন তিনি স্বামীর সঙ্গে সমঝোতায় আসতে চেয়ে ছিলেন মেয়ের জন্য। কিন্তু সেই সব চেষ্টায় ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি। এদিকে মেয়ে সায়রাকে নিয়ে সৃষ্টি হয়েছে জটিল পরিস্থিতি। সনেট মেয়ে সায়রাকে বল প্রয়োগ করে কেড়ে নিতে চান বলে বাঁধনের অভিযোগ। বাঁধন তার একমাত্র মেয়ে সায়রাকে কাছে রাখার জন্য পারিবারিক আদালতে মামলা করেছেন। গত ৩রা আগস্ট তার পক্ষ থেকে এই মামলা করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর