রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আর্থিক ব্যবস্থাপনায় নিরাপত্তা সংক্রান্ত ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম।
সভার শুরুতেই পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।তিনি রংপুর মহানগরী এলাকায় ৪৪টি ব্যাংকের যে ৬০টি শাখা আছে, সে শাখাগুলো রংপুর মহানগর এলাকার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সকল ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান ।
বৈঠকে পুলিশি কার্যক্রমের সাথে ব্যাংকের সমন্বয় করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাসমূহ বিষয়ে কথোপতন হয়, ব্যাংক এর নিরাপত্তায় পুলিশ/নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা, ব্যাংকের ভিতরে লেনদেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, অনলাইন ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষার আওতায় আনা এবং বৃহৎ অঙ্কের টাকা এক ব্যাংক হতে অন্য ব্যাংকে স্থানান্তরে পুলিশী পাহারায় নিশ্চিত করার প্রস্তাব রাখেন।
সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগণ এবং বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডাইরেক্টরসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সবার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।