October 15, 2024, 7:16 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ত্রিভুজ প্রেমের গল্পে বীথি রানী

ত্রিভুজ প্রেমের গল্পে বীথি রানী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এবার বড় পর্দায় আসছেন অভিনেত্রী বীথি রানী সরকার। ছবির নাম ‘কারণ তোমায় ভালোবাসি’। এ ছবিটি পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। এ প্রসঙ্গে বীথি রানী বলেন, সবশেষ আমার অভিনীত এবং আঁকা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’ ছবিটি গত বছর মুক্তি পায়। আর কিছুদিন পরই ‘কারণ তোমায় ভালোবাসি’ নামের নতুন ছবিটি মুক্তি পাবে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এ ছবির কাহিনী। ‘হেডমাসটার’, ‘হরিযুপিয়া’, ‘সত্তা’, ‘কালের পুতুল’ ছবির পর এ ছবিটি আমার মুক্তি পেতে যাচ্ছে। দারুণ চ্যালেঞ্জিং একটি চরিত্রে আমাকে দর্শকরা দেখতে পাবেন।

নতুন এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিতে বীথি রানী সরকারের বিপরীতে সাব্বির আহমেদ এবং শুভ অভিনয় করেছেন। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সামির আরজু প্রমুখ। এ ছাড়া ড্যানি সিডাকের নির্দেশনায় বীথি অভিনীত সরকারি অনুদানের ছবি ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ সামনে মুক্তি পাবে। চলচ্চিত্রের পাশাপাশি ‘তুমি আছো তাই’ নামের দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এটি প্রচার হচ্ছে এসএ টিভিতে। মাসুদ হাসানের রচনায় এটি পরিচালনা করেছেন আহসানুল হাসান। উল্লেখ্য, ‘আমারে ছাড়িয়া বন্ধু কই রইলা রে..’ এই গানটি টেলিকম কোম্পানি গ্রামীণফোনের বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল। গানটির সঙ্গে প্রথম পর্দায় আসেন বীথি রানী সরকার। প্রথম বিজ্ঞাপনে অমিতাভ রেজার মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। এরপর নাটক, টেলিছবি ও বড় পর্দায় নিয়মিত কাজ করে চলছেন বীথি।

Share Button

     এ জাতীয় আরো খবর