October 12, 2024, 5:20 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১

বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র পেশাজীবী শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ::::সভাপতি বলেন :::::+ ইতিহাস কথা বলে- এশিয়া মহাদেশের বঙ্গ ভঙ্গ নামে পরিচিত দেশকে শাসন করতো আর্য বণিক হিব্রু জাতি, এরপরে মোগল সম্রাট, মুসলিম সোলাইমানিয়ার, চেঙ্গিস খানের মতন দুর্ধর্ষ ব্যক্তি দেশ পরিচালনা করেছিলেন।
এর পর ব্রিটিশ সরকার চিন্তা করে দেখলেন যে, ভারত বর্ষ তথা এশিয়া মহাদেশকে তাদের কলোনি রূপে তৈরি করতে হবে।
তাই তারা ভারতবর্ষে ছোট ছোট ক্ষুদ্র এনজিও সৃষ্টি করে, তাদের মাধ্যমে ভারত বর্ষ দখল করেন।
ব্রিটিশ ইংরেজদের শাসন পরিচালনা করেছিলেন ১৯৫ বছর।
তখন আমরা দেখেছি মেহনতি শ্রমিক কৃষকদের রক্ত চুষে খাজনা, ট্যাক্স, আদায় করে তাদের যৌলস পূরণ করেছেন ।
ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে নেতাজী সুভাষ বসু, শেরে বাংলা একেএম ফয়জুল হক, মজলুম জননেতা হামিদ খান ভাসানী, মাওলানা আবুল কালাম আজাদ, এদের মতন লোক তাদের ইংরেজদের শাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন।
নেতাজি সুভাষ বসু ইংরেজদের বিরুদ্ধে তৈরি করলেন ***গণ ফৌজ বাহিনী***।
তার একটি উক্তি আজও হৃদয়ে বেজে ওঠে, তোমরা আমাকে যদি “”এক ফোঁটা রক্ত দাও তাহলে তোমাদেরকে আমি স্বাধীনতা এনে দিব”””।
আর মজলুম জননেতা হামিদ খান ভাসানী বলেছিলেন ****স্বাধীনতা অর্জন করা সম্ভব তা রক্ষা করা বড় কঠিন****।
++++++সভাপতি বলেন+++ আমরা দেখতে পাচ্ছি মাতৃভূমিকে নিয়ে অভ্যন্তরী বহির্বিশ্ব গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
তাই জাতিকে সজাগ থাকতে হবে, আর আমরা বুকের রক্ত দিতে চাইনা।
আমাদের মাতৃভূমির পরিধি বঙ্গোপসাগর এর নিচে রয়েছে অমূল্য সম্পদ। বাংলাদেশের মাটির নিচে রয়েছে অগণিত খনিজ সম্পদ।
যে সমস্ত সম্পদ আছে তা ভক্ষণ করার জন্য শকুনের দৃষ্টি পড়েছে।

১৯৪৭ এর পরে এই জাতি নিষ্পেষিত হয়েছে।
১৯৭১ সাল থেকে পঁচাত্তর সাল ১৫ আগস্ট পর্যন্ত মানুষ নিষ্পেষিত হয়েছে।
দেশের মানুষ ৭৫ সালের ৭ই নভেম্বরের পরে ১৯৮১সালের ৩০ শে মে জাতি পেট ভরে দু’মুঠো ভাত খেয়েছেন।
অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সঠিকভাবে পেয়েছে।
১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের মানুষ হাসিমুখে জীবন যাপন করেছে।
এর মাঝে যে সমস্ত বছর গুলির কথা উল্লেখ করিনি, জাতি হয়েছে নিষ্পেষিত লাঞ্ছিত অপমানিত।
যার ফসল ২০২৪ সালের ৫ই আগস্ট অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ও চাকুরী এর দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়েছে। সেই আন্দোলন সফল করতে গিয়ে অংশগ্রহণ করেন অভিভাবক, ছাত্র, পেশাজীবী, শিল্পী -সাহিত্য, শ্রমিক, ও জনতা।
দ্বিতীয়বার বাংলাদেশের পূর্ব গগনে লাল সূর্য উদীয় হয়েছে শত শত শহীদদের রক্তের বিনিময়ে।
স্বাধীনতা সার্বভৌম সুরক্ষা করার জন্য বর্তমান প্রধান সমন্বয়কারী ডঃ মোহাম্মদ ইউনুস সাহেবকে জাতি তাকে ক্ষমতায় বসিয়েছেন।
তার কাছ থেকে এই জাতি অনেক বড় আশা করেন, দেশের মানুষের মুখে হাসি ফুটাবেন অ ন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধান করবেন । ::::: সভাপতি তাই আশা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর