বৈষম্য বিরোধী অভিভাবক পেশাজীবী শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটি।**** সভাপতি বলেন ****+শতশত কোটি বছর পরে মানব সভ্যতার উচ্চ বিলাসিতার কারণে নেমে এসেছিল বর্বরতা মানবতার জিগাং স্যার প্রতিশোধ। যার ফলে ১৯১৪ সালের ২৮ শে জুলাই ইউরোপে শুরু হয় ১১ নভেম্বর ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী একটি বৈশ্বিক যুদ্ধ। ছয় কোটি ইউরোপি সহ আরো সাত কোটি সামরিক বাহিনী সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম যুদ্ধে একত্রিত হয়। সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ইউরোপ আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয়র দীপ সমূহ ভারত মহাসাগর দক্ষিণ ও উত্তর আমেরিকার উপকূল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে কি পরিমান ক্ষতি হয়েছিল, তা কাটতে না কাটতেই আবার বিশ্ববাসীর দ্দ্বিতীয় বার বিশ্বযুদ্ধ দেখতে পায়। ১৯৪১ সালের জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। কারণটা ছিল ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার ও তার নাৎসি পার্টির জার্মানির রাজনৈতিক অধিগ্রহণে এর আগ্রসী বৈদেশিক নীতি এবং ক্ষুদ্র পরিসরে কারণ ছিল। ১৯২০ দশকের ইতালীর ফ্যাসিবাদ এবং ১৯৩০ এর ওকে জাপান সাম্রাজ্যের চীন প্রজাতন্ত্রের আক্রমণ করেন। ১৯৪৫ সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃস্বার্থে আত্মসমর্পণ এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে আবিষ্কৃত পারোমানিক অস্ত্রের প্রায়োগ সবচেয়ে ভয়াবহ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ৬ বছর দীর্ঘায়িত ছিল। বিশ্ববাসী একটি কথা স্মরণ করা উচিত এডলক হিটলার ৬০ লক্ষ ইহুদি মেরেছিল কেন ইহুদিদের কারণেই সারা পৃথিবীতে দুইটি যুদ্ধ হয়ে গেছে। এখন আবার জোর করে ভূমি দখল নিয়ে আমেরিকার সহযোগিতায় ইসরাইল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী তৃতীয় বিশ্বযুদ্ধের মেতে উঠেছে। কারণ অসহায় ফিলিস্তিনি উপরে বর্বরতা চালিয়ে নিরীহ শিশু বৃদ্ধা ৪২০০০ উপরে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ব্যবসা-বাণিজ্য সবকিছু ধ্বংস করে ফেলেছে