October 7, 2024, 12:22 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

তিশার কাছে মনীষার কী নিয়ে প্রশংসা!

তিশার কাছে মনীষার কী নিয়ে প্রশংসা!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকী বিচারক হিসেবে যোগ দেন নেপালের কাঠমান্ডুতে একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে। তাঁর সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী তিশা। উৎসবে গিয়ে বলিউড তারকা মনীষা কৈরালার সঙ্গে দেখা হয় এই দম্পতির। নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রীর সঙ্গে ঘণ্টা খানেক আড্ডা হয় তিশার। এ সময় তিশার কাছে ‘ডুব’ ছবির প্রশংসা করেন মনীষা।

মনীষা কৈরালা ‘ডুব’ দেখেছেন? তিশা বললেন, ‘না, ছবিটি মনীষা এখনো দেখেননি। তবে বিভিন্ন জনের কাছ থেকে ছবিটির রিভিউ শুনেছেন। যতটুকু শুনেছেন, তা থেকেই মুগ্ধ মনীষা। আর সেই শোনা রিভিউয়ের ওপর ভিত্তি করে তিনি প্রশংসা করেছেন।’

১৮ নভেম্বর নেপালের কাঠমান্ডুর একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে যোগ দেন ফারুকী ও তিশা। উৎসব শেষে তাঁরা ঢাকায় ফিরেছেন। গতকাল বুধবার সকালে তিশা বলেন, ‘১৯ নভেম্বর মনীষার সঙ্গে আমার দেখা হয়। ঘণ্টা খানেক সময় আমরা আড্ডা দিয়েছি। এ সময় উৎসব নিয়ে আমাদের বেশি কথা হয়েছে। তবে এর ফাঁকে তাঁর কোন কাজগুলো আমার পছন্দ, তাঁর কোন কাজ এখনো চোখে লেগে আছে, তা বলেছি। তিনি আমার নতুন কাজের খবর জানতে চেয়েছেন। অভিনয়ের অভিজ্ঞতার কথা শুনেছেন।’

বলিউডে অনেক দিন ধরেই অনিয়মিত মনীষা কৈরালা। তিশার সঙ্গে আলাপ প্রসঙ্গে জানালেন তাঁর নতুন সিনেমায় কাজের খবর। তিশা বলেন, ‘আমার ছোটবেলায় তাঁর অনেক সিনেমা দেখেছি। বলতে পারেন, তাঁর গোড়ার দিকের সব সিনেমা দেখেছি। মনীষা কিন্তু দারুণ মজার সব গল্পে কাজ করেছেন। একসময় তো তিনি বলিউডে একচেটিয়া কাজ করতেন। তাঁর সব কাজই আমার পছন্দ। খুব সুন্দর সময় কেটেছে আমাদের।’

এখন তিনি কাজ কম করছেন কেনÑএ ব্যাপারে কথা হয়েছে? তিশা বলেন, ‘না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে মনীষা জানালেন, তিনি নতুন সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে যাবেন।’

ছোটবেলা থেকে মনীষা কৈরালার সিনেমা দেখার কারণে তিশার পছন্দের অভিনয়শিল্পীদের মধ্যে জায়গা করে নেন তিনি। যাঁর সিনেমা ছোটবেলা থেকে দেখছেন তিশা, তাঁর কাছ থেকেই নিজের নতুন ছবি ‘ডুব’ নিয়ে প্রশংসা শুনে মুগ্ধ তিশা।

Share Button

     এ জাতীয় আরো খবর