October 15, 2024, 3:22 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ঢাকায় অঞ্জু ঘোষ

ঢাকায় অঞ্জু ঘোষ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ প্রায় দুই যুগ পর ঢাকার কোনো সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটির নাম ‘মধুর ক্যান্টিন’। এর শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে সোমবার ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দের স্ত্রী যোগমায়ার চরিত্রে অভিনয় করবেন অঞ্জু ঘোষ। মধু দার চরিত্রে অভিনয় করবেন ওমর সানী। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন সাঈদুর রহমান সাঈদ। ১৯৯৬ সালে মায়ের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে আর ঢাকায় ফেরেনি অঞ্জু ঘোষ।

প্রায় দুই যুগ পর গত বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ঢাকায় এসেছিলেন তিনি। সেসময় এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সম্মানিত করে। ফরিদপুর জেলায় জন্ম নেওয়া এ অভিনেত্রী ১৯৭২ সালে যাত্রায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। চলচ্চিত্রে আসেন ১৯৮২ সালে এফ কবির চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ তার অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। সেই সিনেমায় তার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশ ছাড়ার আগে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বড় ভালো লোক ছিলেন’, ‘আবে হায়াত’, ‘প্রাণ সজনী’, ‘ধন দৌলত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রক্তের বন্দি’, ‘আওলাদ’, ‘চন্দনা ডাকু, ‘মর্যাদা’, ‘নিয়ত’, ‘দায়ী কে’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘অবরোধ’, ‘শিকার’, ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘চোর ডাকাত পুলিশ’, ‘শঙ্খমালা’, ‘আদেশ’, ‘আয়না বিবির পালা’, ‘এই নিয়ে সংসার’ ও ‘প্রেম যমুনা’।

Share Button

     এ জাতীয় আরো খবর