April 25, 2025, 10:04 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

‘নূর আলমের ক্যাসেট’ চঞ্চলের

‘নূর আলমের ক্যাসেট’ চঞ্চলের

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘নূর আলমের ক্যাসেট’ শীর্ষক একটি টেলিছবিতে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করেছেন নির্মাতা হিমু আকরাম। গল্পে দেখা যাবে, বাজার থেকে ১২ ভোল্টের ব্যাটারি ভাড়া এনে বাড়িতে টেপ রেকর্ডার বাজায় হারু। বড়ভাই নূরু সৌদি আরব থেকে কথা রেকর্ড করে ক্যাসেট পাঠিয়েছে। উঠানজুড়ে মা, খালা, বউ, ঝিদের আসর বসেছে। সবার কান টেপ রেকর্ডারের দিকে।

ক্যাসেটের ফিতা ঘুরে। পিনপতন নীরবতায় সবাই শুনতে থাকে নূর আলমের কথা। ঘুরতে থাকে ক্যাসেটের চাকা। এই একটি চিত্রকল্পের মাধ্যমে ভেসে ওঠে নব্বইয়ের দশকের চিরায়ত গ্রামবাংলার বড় অংশ। আর সেই গল্পটিকেই এবার পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলের বিভিন্ন স্থানে এর শুটিং শেষ হয়েছে। এতে নূর আলমের ছোটভাই হারু চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও আছেন প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিলারা জামান, এস কে বাপ্পি, শরিফ ভূঁইয়া প্রমুখ। গল্পটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, এখানে আমি হারু চরিত্রে অভিনয় করেছি। নূর আলমের ছোটভাই।

গ্রামের হাট থেকে ব্যাটারি ভাড়া করে আনা, বড় ভাবির ক্যাসেট চুরি করা, বউয়ের সঙ্গে ঝগড়া করা, বিদেশ থেকে পাঠানো ভাইয়ের রেকর্ডিং ক্যাসেট বাজানোর আয়োজন করা- সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। আগে গ্রামের বাস্তবতাও ছিল এমনই। এই টেলিছবির মাধ্যমে দর্শকরা অন্য একটি গল্প পাবেন। যে গল্পটির মধ্য দিয়ে অসংখ্য মানুষ বড় হয়েছেন, তবে এভাবে ভাবেননি কখনও। যে গল্পটির হাত ধরে দর্শকরা ফিরে যাবেন ফেলে আসা নব্বইয়ের দশকে গ্রামে কিংবা শৈশব-কৈশোরে। ২৪শে নভেম্বর বেলা ৩টায় চ্যানেল আইতে এটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এদিকে চঞ্চল চৌধুরী বর্তমানে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর